খুলনা | বৃহস্পতিবার | ০১ জানুয়ারী ২০২৬ | ১৭ পৌষ ১৪৩২

সংসদ থেকে মগবাজার, স্মরণকালের সর্ববৃহৎ জানাজা

খবর প্রতিবেদন |
০২:০৭ এ.এম | ০১ জানুয়ারী ২০২৬


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে।  বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবন-সংলগ্ন মানিক মিয়া এ্যাভিনিউয়ে এ জানাজা হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। 
লাখ লাখ মানুষের অংশগ্রহণ বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা বলে বিবেচনা করা হচ্ছে। মানুষের কাতার পৌঁছে যায় সংসদ ভবন থেকে ফার্মগেট-কারওয়ানবাজার হয়ে মগবাজার পর্যন্ত।  
এর আগে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউ ও আশপাশের এলাকায় শোকার্ত মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ দলে দলে জানাজায় অংশ নিতে আসেন। বিশাল এই জনসমাগমে পুরো এলাকা পরিণত হয় এক জনসমুদ্রে।

্রিন্ট

আরও সংবদ