খুলনা | বৃহস্পতিবার | ০১ জানুয়ারী ২০২৬ | ১৭ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর শ্রদ্ধা

খবর প্রতিবেদন |
০২:০৭ এ.এম | ০১ জানুয়ারী ২০২৬


বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং বিএনপি। বুধবার বিকেলে জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পক্ষ থেকে খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। পরে উপদেষ্টা পরিষদের সদস্যরা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান।
বিএনপি’র পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মরহুমা নেত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকেও ফুল দেওয়া হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। পরে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

্রিন্ট

আরও সংবদ