খুলনা | বৃহস্পতিবার | ০১ জানুয়ারী ২০২৬ | ১৭ পৌষ ১৪৩২

খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ মানিব্যাগ হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক |
০২:১৪ এ.এম | ০১ জানুয়ারী ২০২৬


খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্তের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কার্ড ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ ব্যবহৃত মানিব্যাগ হারিয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়রী (নং ৩১৫৬) করেছেন।
খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত জানান, গত ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে আমার কর্মস্থল থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে নগরীর শান্তিধাম মোড় হতে তারের পুকুর পিঠা বিক্রয়ের দোকান ঘরের যে কোনো জায়গায় আমার পকেটে থাকা মানিব্যগটি হারিয়ে যায়। যার মধ্যে তার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ তার মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের স্মার্ট কার্ড (নং- খুলনা মেট্রো-হ-১৩-৬২৪৮ এবং ড্রাইভিং লাইসেন্স-এর স্মার্ট কার্ড যার নং- KL0092124CL0006 হারিয়ে যায়। তার জাতীয় পরিচয় পত্র নং-৪১৫৪ ৭৫৭ ৫৯৭, পিতা: মৃত লক্ষ্মীকান্ত দত্ত, মাতা-পুতুল দত্ত, ঠিকানা- ১নং বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড, খুলনা।

্রিন্ট

আরও সংবদ