খুলনা | বৃহস্পতিবার | ০১ জানুয়ারী ২০২৬ | ১৭ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার নামাজে জানাজায় নেতাকর্মীসহ খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী মঞ্জু

খবর বিজ্ঞপ্তি |
০২:১৯ এ.এম | ০১ জানুয়ারী ২০২৬


বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াকে আলাদা করে চেনা যায় তাঁর সিদ্ধান্তের দৃঢ়তায়। স্বৈরশাসক এইচ এম এরশাদের অধীন ১৯৮৬ সালের নির্বাচনে প্রতিদ্ব›দ্বী শেখ হাসিনা অংশ নিলেও খালেদা জিয়া সে পথে যাননি উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, আপসের বদলে সংগ্রামকেই বেছে নিয়েছিলেন তিনি। সময়ই তাঁর সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে। ১৯৯০ সালে এরশাদের পতন ঘটে আর ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরবর্তী জীবনে কারাবরণ ও রাজনৈতিক নিপীড়ন তাঁকে বারবার পরীক্ষায় ফেলেছে; কিন্তু আপস করেননি, যা খালেদা জিয়ার রাজনৈতিক চরিত্রের সঙ্গে ‘আপসহীন’ নেত্রীর অভিধা জুড়ে দেয়।
বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় নেতাকর্মীসহ অংশগ্রহণ করেন খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। 
এ সময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার, মেহেদী হাসান সোহাগ, আসলাম হোসেন, শরিফুল ইসলাম বাবু, ইকবাল হোসেন, নুরুল ইসলাম লিটন, আলমগীর হোসেন আলম, সুলতান মাহমুদ সুমন, সাখাওয়াত হোসেন, শামীম আশরাফসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের শত শত নেতাকর্মী সাথে নিয়ে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু জানাজায় অংশগ্রহণ করেন।  

্রিন্ট

আরও সংবদ