খুলনা | বৃহস্পতিবার | ০১ জানুয়ারী ২০২৬ | ১৭ পৌষ ১৪৩২

শোক ও শ্রদ্ধায় সারাদেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

খবর ডেস্ক |
০২:২২ এ.এম | ০১ জানুয়ারী ২০২৬


সারাদেশের বিভিন্ন জেলায় বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিএনপিসহ স্থানীয় লোকজনের উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। একই সময়ে বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।কুষ্টিয়া : জেলার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন মাওলানা নাহিদুল ইসলাম। জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ : জেলার শৈলকুপা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত জানাজায় তৃণমূলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি নিয়েছে জেলা বিএনপি। দলীয় কার্যালয়ে ৩০ ডিসেম্বর সকাল থেকেই শোক বই খোলা হয়েছে এবং কোরআন তিলাওয়াত করা হচ্ছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জেলা বিএনপি’র উপ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ।
বগুড়া : বুধবার বিকেল সাড়ে ৩টায় মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে হাজার হাজার মুসল্লি দু’হাত তুলে বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
সিলেট : জেলার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এ গায়েবানা জানাজায় অংশ নেন।
রাঙ্গামাটি : জেলাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত জানাজার সঙ্গে রাঙ্গামাটি মানুষও জানাজায় অংশ নেন। জেলা বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার জানাজার স¤প্রচার করা এলইডি টিভির মাধ্যমে রাঙ্গামাটিতে দেখানো হয়। 
রংপুর : বুধবার বাদ যোহর রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হযেছে। এতে ইমামতি করেন নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ হামিদুল ইসলাম। অংশ নেন, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, মহানগর বিএনপি’র অন্যতম সদস্য কাওছার জামান বাবলাসহ দলের বিভিন্ন পর্যায়ের ২ হাজারের বেশি নেতাকর্মী। এদিকে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দোয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন।
রাজবাড়ী : বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ মাঠে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। গায়েবানা জানাজায় সবস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 
পঞ্চগড় : সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ের বোদা উপজেলায়। বুধবার বাদ যোহর বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বোদা উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় সবস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাজশাহী : বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে রাজশাহীর বিভিন্ন স্থানে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে নগরের টিকাপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত গায়েবানা জানাজা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (রুয়েট) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শোক পালন করা হচ্ছে। রুয়েটের প্রধান ফটকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বড় ব্যানার টানানো হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুধবার জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম মাওলানা সাহাজুল ইসলাম। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা জানাজায় অংশ নেন।
বরিশাল : খালেদা জিয়ার মৃত্যুতে বরিশাল নগরের ৩০টি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে সাত দিনব্যাপী দোয়া মোনাজাত, খতমে কোরআন ও শোক কর্মসূচি পালন করা হচ্ছে। জেলা, মহানগরসহ প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এ ছাড়া নগরের মসজিদগুলোতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

্রিন্ট

আরও সংবদ