খুলনা | শুক্রবার | ০২ জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২

বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় রূপসায় বিএনপি’র দোয়া

নিজস্ব প্রতিবেদক |
১১:৫৩ পি.এম | ০১ জানুয়ারী ২০২৬


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় রূপসা উপজেলা বিএনপি’র উদ্যোগে দোয়া আলোচনা ও তবারক বিতরণ করা হয়েছে। খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলালের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার বাদ জোহর পূর্ব রূপসা সিএন্ডবি জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন  হয়। 
দোয়া মোনাজাত পরিচালনা করেন মারকাযুল হুদা মাদ্রাসার মুহতামিম মুফতি আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম-আহŸায়ক মোল্লা খাইরুল ইসলাম, উপজেলা আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সাবেক নৈহাটী ইউনিয়ন আহবায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, সাবেক শ্রমিক দল নেতা ইউনুস গাজী, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুল ইসলাম বিপ্লব, সাবেক বিএনপি নেতা আমিরুল ইসলাম তারেক, রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লাভলু শেখ, রূপসা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পিয়াস মুন্সী, বিএনপি নেতা সোলায়মান আনসারী, বোরহান উদ্দিন দুলাল, মৎস্য ব্যবসায়ী এজাজ শেখ, যুবদল নেতা মোঃ আরমান শেখ, মোঃ ইয়াকিন, মিদুল সরদার প্রমুখ। এছাড়া তবারক বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র।
অপরদিকে আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামবাসীর আয়োজনে বাদ আছর দেয়াড়া পালপাড়া মোড়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা করেন হাফেজ শাহ আলম, খতীব হাফেজ মাওলানা মুফতী জাহাঙ্গীর হুসাইন, হাফেজ মাওলানা ফেরদৌস আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, সাবেক বিএনপি  নেতা শেখ আব্দুর রশিদ, শেখ আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, গোলাম মোস্তফা তুহিন, বিএনপি নেতা লিটন তালুকদার, জেলা কৃষক দলের সভাপতি শেখ আবু সাইদ, আলতাফ হোসেন মোল্লা, শেখ রয়েল আজম, আব্দুর রহমান প্রমুখ। 
 

্রিন্ট

আরও সংবদ