খুলনা | শুক্রবার | ০২ জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২

কুয়েট ভিসির সাথে অফিসার্স এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ০২ জানুয়ারী ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের-কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এ্যাসোসিয়েশনের ২০২৬ টার্মের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অফিসার্স এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ মঈনুল হক ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়ার নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা সাক্ষাতে অংশগ্রহণ করেন।
এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান। সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এস এম সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হেলাল ফকির, আইন বিষয়ক সম্পাদক এম এম রবিউল ইসলাম শুভ এবং সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ও সাদেক হোসেন প্রামানিক।
 

্রিন্ট

আরও সংবদ