খুলনা | শুক্রবার | ০২ জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২

কেকেবিএইউতে অধ্যাপক ড. আনোয়ারুল হক জোয়ারদারের যোগদান

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ০২ জানুয়ারী ২০২৬


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক-গবেষক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার বৃহস্পতিবার পূর্বাহ্নে খুলনা খানবাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগে যোগদান করেছেন। যোগদানের পরবর্তীতে এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং কলা অনুষদের ডিন এর দায়িত্ব অর্পণ করা হয়। পরে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। 
কেকেবিএইউতে যোগদান করায় তিনি তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা করেন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদারের যোগদানের ফলে এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বিশেষ করে গবেষণা ক্ষেত্রে নতুন অগ্রযাত্রা সূচিত হবে। এই কৃতি শিক্ষক-গবেষক ১৯৫৮ সালে ৪ নভেম্বর খুলনার ডুমুরিয়া উপজেলার হাসান পুরগ্রামে জন্মগ্রহণ করেন।
 

্রিন্ট

আরও সংবদ