খুলনা | শুক্রবার | ০২ জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২

মুন্সিগঞ্জে হচ্ছে নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, অনুমোদন

খবর প্রতিবেদন |
০১:৩৩ এ.এম | ০২ জানুয়ারী ২০২৬


মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বতী সরকার। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে ওই মেডিকেল কলেজ ও হাসপাতালে এ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হবে। প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি চূড়ান্ত করা হবে।
এর আগে গত বছরের ১১ নভেম্বর অন্তর্বতী সরকার একটি বেসরকারি মেডিকেল কলেজে পাঠদানের অনুমোদন দেয়। ওই কলেজটি হলো ঢাকার জুরাইনে অবস্থিত ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ।
বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এর সঙ্গে মুন্সিগঞ্জে নতুন মেডিকেল কলেজের অনুমোদন যুক্ত হওয়ায় সরকারি পর্যায়ের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা স¤প্রসারণে আরেকটি সংযোজন হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের মাধ্যমে মুন্সিগঞ্জসহ আশপাশের জেলার মানুষের চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার সুযোগ আরও বাড়বে।

্রিন্ট

আরও সংবদ