খুলনা | শুক্রবার | ০২ জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২

বিশ্ববিদ্যালয়-কলেজ ও বিভিন্ন সংগঠনের শোক অব্যাহত

বেগম খালেদা জিয়ার শূন্যতা কোনোদিনই পূরণ হবার নয়

খবর বিজ্ঞপ্তি |
০১:৫০ এ.এম | ০২ জানুয়ারী ২০২৬


বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় অতন্ত্র প্রহরী ছিলেন। আধিপত্যবাদীদের আতঙ্কে খাঁটি দেশপ্রেমী ছিলেন তিনি। তার ইন্তেকালে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে গেল। বেগম খালেদা জিয়ার এই শূন্যতা কোনোদিনও পূরণ হওয়ার নয়। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সংগঠনের শোক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় : বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিবার। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে দেশের গণতান্ত্রিক রাজনীতি, রাজনৈতিক অধিকার এবং সাংবিধানিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবন সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বে পরিপূর্ণ, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। মরহুমার এই আকস্মিক ইন্তেকালে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশের পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বৃহস্পতিবার বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মরহুমার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। দোয়ায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। 
এ সময় উপস্থিত সকলে গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুমার রাজনৈতিক অবদান স্মরণ এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিবার মনে করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারালো, যা জাতীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। এই শোকের মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরহুমার পরিবার, আত্মীয় স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
কমার্স কলেজ : বাংলাদেশের অভিভাবক, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আযমখান সরকারি কমার্স কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক পরিষদের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবে মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন : বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার শোক বিবৃতিতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৬২২) সভাপতি কাজী মোঃ সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। এমন একজন মহান, দূরদর্শি ও নিখাদ দেশ প্রেমিকের শূন্যতা কখনো পূরণ হবে না। নেতৃবৃন্দরা শোক বিবৃতিতে তার রুহের মাগফিরাত কামনা করেন।

্রিন্ট

আরও সংবদ