খুলনা | শুক্রবার | ০২ জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২

নির্বাচিত হলে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো : আব্দুল আউয়াল

খবর বিজ্ঞপ্তি |
০১:৫০ এ.এম | ০২ জানুয়ারী ২০২৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, যদি নির্বাচিত হই তাহলে আমার নির্বাচনী এলাকায় আমি মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই সমাজের নেতৃত্ব দিবেন মসজিদের ইমাম এবং খতিব। এলাকার সকল উন্নয়ন কাজ হবে মসজিদ ভিত্তিক। গত বুধবার রাত ৯টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খানজাহান আলী থানা শাখার উদ্যোগে খানজাহান আলী থানার আওতাধীন সকল মসজিদের ইমাম এবং খতিবদের নিয়ে ‘বর্তমান প্রেক্ষাপটে ইসলামী রাষ্ট্র গঠনে মসজিদের ইমাম-খতিবদের করনীয় এবং ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনায় আব্দুল আউয়াল আরও বলেন, এই সমাজের সব চেয়ে অবহেলিত চাকরি করেন মসজিদে ইমাম,খতিব এবং মুয়াজ্জিনরা। তারা তাদের প্রাপ্য সম্মানি টুকু পান না। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমি ইমাম,খতিব এবং মুয়াজ্জিনদের সুনির্দিষ্ট  বেতন কাঠামো গঠন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এসময় তিনি আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহŸান জানান। 
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের থানা শাখার সভাপতি মুফতি আব্দুস শাকুর যশোরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহানগরের সভাপতি মুফতি গোলামুর রহমান, ইসলামী আন্দোলন খানজাহান আলী থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, উপদেষ্টা মুফতি হুমায়ুন কবির হুসাইনী, সেক্রেটারী মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারী ও ইসলামী যুব আন্দোলনের থানা সভাপতি মুহাঃ নাজিম হাওলাদার নাঈম। এ সময় আরও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড সভাপতি মাওলানা হারুন অর রশীদ, থানা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব ইবনে রফিক, নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মোঃ শাহরিয়ার তাজ, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, মুফতি আব্দুল্লাহ আল আতিক, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা ফিরোজ মাহমুদ, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাসুম বিল্লাহ, মাওলানা তামিম ইকবাল ও মাস্টার মোঃ শাকিব প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ