খুলনা | শুক্রবার | ০২ জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২

ঐতিহ্যবাহী টাউন মসজিদে কেন্দ্রীয় দোয়া

খালেদা জিয়ার স্মরণে আজ খুলনার প্রতিটি মসজিদে দোয়া

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ০২ জানুয়ারী ২০২৬


বিএনপি’র চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা নগরীর ঐতিহ্যবাহী টাউন মসজিদে কেন্দ্রীয় দোয়া অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্মরণে খুলনার প্রতিটি মসজিদে একযোগে দোয়া অনুষ্ঠিত হবে। মহানগর জুড়ে এই কর্মসূচির মাধ্যমে সাবেক এই রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন বিএনপি’র নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ।
বৃহস্পতিবার মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন যৌথ বিবৃতিতে জানান, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অবিস্মরণীয় নাম। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কখনো আপস করেননি। এমন একজন নেত্রীর ইন্তেকালে জাতি এক গভীর শূন্যতার মুখে পড়েছে। 
নেতৃদ্বয় আরও বলেন, দোয়ার মাধ্যমে মহান আল্লাহর দরবারে প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করা হবে এবং তার পরিবার-পরিজন ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি দানের জন্য দোয়া করা হবে। তারা এ কর্মসূচি সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ধর্মপ্রাণ মানুষকে দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য আন্তরিক আহŸান জানান। 
এদিকে দোয়া ঘিরে নগরীর বিভিন্ন মসজিদে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে শুধু একটি দলীয় কর্মসূচি নয়, বরং একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি জাতির পক্ষ থেকে সম্মিলিত শ্রদ্ধা ও প্রার্থনার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

্রিন্ট

আরও সংবদ