খুলনা | শুক্রবার | ০২ জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২

নিষিদ্ধ আ’লীগের নতুন আতঙ্কের ফন্দি

খুলনা নগরী ও পূর্ব রূপসায় সাটা হয়েছে আ’লীগের স্লোগান লেখা পোস্টার

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৯ এ.এম | ০২ জানুয়ারী ২০২৬


দেশদ্রোহীর মুখে লাথি মারুন, জয় বাংলার শপথ করুন, দেশকে রক্ষা করুন! জয়বাংলা জয় বঙ্গবন্ধু, (এনজি খুলনা)। এমন বাক্য লেখা পোস্টারে ছেয়ে গেছে খুলনা মহানগরী ও পূর্ব রূপসা এলাকায়। পোস্টারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এসব শ্লোগান লেখার পাশাপাশি শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি রয়েছে। 
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে খুলনা নগরীর ট্রাফিক মোড়, সুন্দরবন কলেজের সামনে, পশ্চিম রূপসা ঘাট, মাছের আড়ত, কাঁচা বাজার, তেরগোলা, পূর্ব রূপসা ঘাট এলাকা, মাহিন্দ্রা স্ট্যান্ডসহ বিভিন্ন স্পটে এসব পোস্টার টানানো দেখা গেছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন জনমনে নতুন আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন রাতের আঁধারে বিভিন্ন এলাকায় এসব পোস্টার লাগিয়েছে। তারা এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ দৃষ্টি ও জোরালো ভূমিকা রাখার জন্য দাবি জানিয়েছেন।

্রিন্ট

আরও সংবদ