খুলনা | শনিবার | ০৩ জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার স্মরণসভা ও আত্মার শান্তি কামনায় প্রার্থনা জেলা পূজা উদযাপন পরিষদের

খবর বিজ্ঞপ্তি |
১২:১৯ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৬


জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল সন্ধ্যা ৭টায় জেলা সদরের শ্রীশ্রী শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে সংগঠনের সভাপতি কৃষ্ণপদ দাশের সভাপতিত্বে শোকসভা শেষে মন্দিরের পুরোহিত সুমন ব্যানার্জীর পরিচালনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য রাজপথে লড়াই-সংগ্রাম করে গেছেন। বিশেষ করে নব্বই এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। ঐ সময়ে তার নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকার জন্য জাতি একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরে ছিল। তার চলে যাওয়ায় এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে।
নেতৃবৃন্দ মনে করেন এ শূন্যতা এক দশকেও পূরণ হবার নয়। শোকসভা শেষে প্রার্থনা সভায় তার আত্মার সদগতি ও শান্তি কামনা করে নেতৃবৃন্দ আরও বলেন, এই রাষ্ট্রীয় শোক শক্তিতে পরিণত করে আগামীর বাংলাদেশ পুনঃনির্মাণের জন্য সনাতনীসহ সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভিতর কোন দ্বিধা-দ্ব›দ্ব থাকবে না। সাম্য-ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে সকল ধর্মের মানুষের ভিতর সহনশীল অবস্থার মধ্যদিয়ে বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থা চেয়ে ছিলেন তা বাস্তবায়নে সচেষ্ট থাকতে হবে।
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতলাবাড়ী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র ও অধ্যক্ষ অজিত কুমার বিশ^াস। অন্যান্যের মধ্যে দপ্তর সম্পাদক সুমন দাস, সাংস্কৃতিক সম্পাদক আশীষ কুমার সিনহা, সমাজ কল্যাণ সম্পাদক অমর কুমার দাস, ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদক দীপঙ্কর মন্ডল, উপদেষ্টা শিমুল কুমার দাস, ইন্দ্রজিৎ চক্রবর্তী, বাবুল চন্দ্র সাহা বাবলা, প্রবীর রায়, সাগর সাহা, সাংবাদিক দিলীপ বর্মন, গণেশ চন্দ্র মন্ডল, দেবাশীষ কুমার দে, গোপাল বণিক, অনামিকা দাস পপি, মন্দির কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব দাস, জেলা পূজা পরিষদের পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ^জিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক বিপুল রায় চৌধুরী, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দীপা বিশ^াস, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, কার্যনির্বাহী সদস্য গোপাল চন্দ্র সাহা, গোবিন্দ দত্ত, তপন চক্রবর্তী, লিটন বিশ^াস খোকন, শংকর সাহা, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ^াস, মানবেন্দ্র মন্ডল, দেব প্রসাদ পাল কুন্ডু, মিঠুন কুমার দে মিঠু, সুমন দে, নিভানন রায়, সঞ্জয় দাশ প্রমুখসহ অসংখ্য ভক্তবৃন্দ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ