খুলনা | শনিবার | ০৩ জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২

বাকি আছে ৫০ দিনের কম সময় যেদিন শুরু হতে পারে রমজান

খবর প্রতিবেদন |
০১:৪৩ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৬


পবিত্র রমজান মাস প্রায় নিকটে। মহিমান্বিত এ মাস শুরু হতে ৫০ দিনেরও কম সময় বাকি আছে। এ বছর রমজান শুরু হবে ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে।
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির বোর্ড অব ডিরেক্টর্সের চেয়ারম্যান ইব্রাহিম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে আগামী ১৮ ফেব্র“য়ারি রমজানের প্রথমদিন হতে পারে। সে হিসেবে আর মাত্র ৪৬ দিন পরই শুরু হবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র এ মাস। তিনি বলেছেন, ঈদুল আযহা বা কোরবানির ঈদ হতে পারে ২৭ মে।
শুক্রবার সংবাদমাধ্যম দ্য ন্যাশনের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। অপর দিকে নতুন হিজরি বছর ১৪৪৮ শুরু হওয়ার সম্ভাবনা আছে ১৭ জুন।
বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান মাস আসে। তাই বাংলাদেশে রমজানের প্রথমদিন হতে পারে ১৯ ফেব্র“য়ারি।
২০২৬ সালের পাশাপাশি ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখও জানিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের হিসাব অনুযায়ী ২৭-এ রমজান শুরু হতে পারে ৬ ফেব্র“য়ারি। অপরদিকে ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে ৮ মার্চ।
আগামী ২০৩০ সাল পর্যন্ত জানুয়ারি ও ফেব্র“য়ারি মাসে রমজান হবে। এরপর রমজান চলে যাবে ডিসেম্বর মাসে। 
সূত্র: দ্য ন্যাশন।

্রিন্ট

আরও সংবদ