খুলনা | শনিবার | ০৩ জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২

গুলশান আজাদ মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া, শরিক হলেন তারেক রহমান

খবর প্রতিবেদন |
০১:৪৩ এ.এম | ০৩ জানুয়ারী ২০২৬


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অংশ নেন তারেক রহমান।  শুক্রবার রাজধানীর গুলশান আজাদ মসজিদে আসরের নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়। 
দোয়ায় অংশ নিতে দুপুর থেকেই গুলশান আজাদ মসজিদ ও এর আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। এছাড়া দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষও মরহুমার রুহের মাগফিরাত কামনায় এ দোয়ায় শরিক হন।
তারেক রহমানের পাশাপাশি মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা।  

্রিন্ট

আরও সংবদ