খুলনা | রবিবার | ০৪ জানুয়ারী ২০২৬ | ২১ পৌষ ১৪৩২

আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিলো কলকাতা

ক্রীড়া প্রতিবেদক |
০২:৩৮ পি.এম | ০৩ জানুয়ারী ২০২৬


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরকে সামনে রেখে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নির্দেশনা পেয়ে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা।

বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক কিছু ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার খবর সামনে এসেছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন।

আবুধাবিতে হওয়া মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা। ওই নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র লড়াইয়ের পর শেষ পর্যন্ত তাকে পায় কলকাতা।

এ প্রসঙ্গে সাইকিয়া বলেন, সাম্প্রতিক যেসব ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলেছে।

একই সঙ্গে তিনি জানান, কেকেআর চাইলে তার বদলি হিসেবে অন্য খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেবে বোর্ড।

এর প্রতিক্রিয়ায় কলকাতা তাদের বিবৃতিতে বলেছে, বিসিসিআই কর্তৃপক্ষ আগামী আইপিএল মৌসুমের আগে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআইয়ের নির্দেশনার আলোকে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শের মাধ্যমে এটা কার্যকর করা হয়েছে।

আইপিএল নিয়ম অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্সকে বিকল্প খেলোয়াড় নেয়ার অনুমতি দেয়া হবে। এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।

মুস্তাফিজকে দলে নেয়ার পর থেকেই কেকেআর ও দলের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। বিজেপি ও শিব সেনার একাধিক রাজনৈতিক নেতা জাতীয় অনুভূতি উপেক্ষা করার অভিযোগ তোলেন। তবে আসন্ন ভারত–বাংলাদেশ সিরিজ নিয়ে বিসিসিআই সচিব কোনো মন্তব্য করেননি।

কলকাতা মুস্তাফিজকে দলে নেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অনাপত্তিপত্র দিয়েছিল। এতে করে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ মিস করে পুরো আইপিএলে খেলার সুযোগ পেতেন।

আইপিএলে মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতাও কম নয়। তিনি এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫টি উইকেট নেন। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই বাঁহাতি পেসারের।

্রিন্ট

আরও সংবদ