খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

মাদুরো ও তার স্ত্রীর ‘জীবিত থাকার প্রমাণ’ চাইল ভেনিজুয়েলা

খবর প্রতিবেদন |
০৫:৪৩ পি.এম | ০৩ জানুয়ারী ২০২৬


ভেনিজুয়েলায় হামলা চালানোর পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে মাদুরো ও তার স্ত্রীর ‘জীবিত থাকার প্রমাণ’ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

রাষ্ট্রীয় টিভি ভিটিভিতে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট নিকোলাম মাদুরো ও ফাস্ট লেডি সিলিয়া ফ্লোরেস বেঁচে আছেন আমাদের এমন তথ্য জানানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি।’

এরআগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে। অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।’ তবে মাদুরোকে কীভাবে আটক করা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে, এমনকি তারা জীবিত আছেন নাকি মারা গেছেন সেটিও বিস্তারিত জানাননি তিনি।

তিনি আরও জানান, ‘এই অপারেশনটি যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সাথে মিলে করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আজ স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করা হবে।’

এদিকে দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।

স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে যুক্তরাষ্ট্রের এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে তিনি দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি।

ভেনেজুয়েলার সামরিক বাহিনী প্রেসিডেন্ট মাদুরোর নির্দেশ অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তারা আমাদের ওপর আক্রমণ করেছে কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না।’

শহরের একাধিক স্থানে চালানো এই হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করে তিনি আরও জানান, মার্কিন বিমান হামলায় নিহত এবং আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সূত্র: বিবিসি 

্রিন্ট

আরও সংবদ