খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

পাকিস্তানের বিশ্বকাপ দল জমা, আছে চমক

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৫০ পি.এম | ০৩ জানুয়ারী ২০২৬


২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকালই তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে প্রাথমিক স্কোয়াডের তালিকা জমা দিয়েছে। এতে অভিজ্ঞ তারকাদের সঙ্গে জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ ও চমক দেওয়া ক্রিকেটারও। এমনটায় বলা হয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই স্কোয়াডে যেকোনো পরিবর্তন আনা যাবে আইসিসির অনুমোদন ছাড়াই। তারপর থেকে যেকোনো বদলের জন্য লাগবে টেকনিক্যাল কমিটির অনুমতি। পিসিবি সূত্রের বরাত দিয়ে দেশটির একাধিক গণমাধ্যম জানায়, শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার পরই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলও নির্ধারিত হবে।

প্রাথমিক তালিকায় ফিরেছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের মতো সিনিয়র তারকারা। চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান, যা টিম ম্যানেজমেন্টের জন্য বড় স্বস্তি। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও অনেকেই জায়গা পেয়েছেন।

প্রাথমিক স্কোয়াডের উল্লেখযোগ্য নামগুলো- বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, শাদাব খান, নাসিম শাহ, ফখর জামান, সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, উসমান খান, ফাহিম আশরাফ,  মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা (মোহাম্মদ সালমান মির্জা), উসমান তারিক, খাজা মোহাম্মদ নাফে, আবদুল সামাদ।

এই তালিকায় চমক হিসেবে জায়গা পেয়েছেন উসমান তারিক, খাজা নাফে ও আবদুল সামাদের মতো ক্রিকেটাররা। তাঁদের পারফরম্যান্স ভক্তদের মাঝে বেশ আলোচনা তৈরি করেছে।

অধিনায়কত্ব নিয়ে পিসিবির সিদ্ধান্তও স্পষ্ট। বিশ্বকাপ ২০২৬ পর্যন্ত পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন সালমান আলি আগা। তাঁর নেতৃত্বে দল ইতিমধ্যে নতুন উদ্যমে খেলছে, যা বিশ্বকাপের জন্য ইতিবাচক সংকেত।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপ শুরু হবে ফেব্রুয়ারিতে। পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। 

্রিন্ট

আরও সংবদ