খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শীতলা মন্দিরে

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৬


মাদার অব ডেমোক্রেসি, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় নগরীর দোলখোলার শীতলা মন্দিরে বিশেষ প্রার্থনা সভা হয়। প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন শীতলা মন্দিরের সভাপতি সুজিত সাহা। প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি ব্রজেন ঢালী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরোজিত ঘোষ দেবেন। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নিলাদ্রী কুমার, সহ-সভাপতি কৌশল্যা রায়, সহ-সভাপতি তপন মন্ডল, শীতলাবাড়ি মন্দিরের সমাজকল্যাণ সম্পাদক তপন ঘোষ, সহ-সভাপতি বীরেশ্বর মন্ডল, যুগ্ম-সম্পাদক অমল মন্ডল, দপ্তর সম্পাদক জয় মন্ডল সদস্য অর্পন সানা, তমাল মন্ডল, তেরখাদা উপজেলার সভাপতি কমলেশ খামারী, সাধারণ সম্পাদক গৌরপদ বিশ্বাস, রূপসা উপজেলা সভাপতি রাজু কুমার দাশ, ডুমুরিয়া উপজেলা সভাপতি শিব বিশ্বাস, সাধারণ সম্পাদক নিলয় কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক পবিত্র সরকার, বটিয়াঘাটা উপজেলা সভাপতি দেবদাস বিশ্বাস দেবু, সাধারণ সম্পাদক দেবব্রত রায়, পাইকগাছা উপজেলার সাধারণ সম্পাদক দীপংকর শিকদার ও বিপ্লব কুমার সরকার, ধীমান বৈদ্য, কয়রা উপজেলার দপ্তর সম্পাদক মানবেন্দ্র সরদার, সহ-প্রচার সম্পাদক শীর্ষেন্দু মন্ডল, ফুলতলা উপজেলার সভাপতি প্রভাষ মন্ডল, সাধারণ সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, সাংগঠনিক পরশ কুমার দাশ, প্রদীপ বড়, অচিন্ত্য রায়, জীবন দাস, প্রদ্যুত অধীকারি, শশাঙ্ক ঢালী, বিশ্বাস, শুশান্ত সরকার, নকুল বিশ্বাস, আশ্বীস বিশ্বাস, কুমারেশ অধিকারি, শ্যামল বকশী, সুমন মিস্ত্রি, সাজু শিকদার, আশ্বীস রায়, চিন্ময় মন্তল, হিমেল মন্ডল, সরোজিত ঢালী ও বিজন মলি­ক প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ