খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

কলারোয়ায় ট্রলির ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৪ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৬


সাতক্ষীরার কলারোয়ায় মাটি ভর্তি ট্রলির ধাক্কায় ইজিবাইক যাত্রী কলেজ ছাত্রী সুমাইয়া খাতুন (১৮) নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে পৌর সদরের বেত্রাবতী হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রী সুমাইয়া খাতুন উপজেলার সলিমপুর গ্রামের ওজিয়ার রহমান গাজীর। তিনি কলারোয়া সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুমাইয়া খাতুন একটি ইজিবাইকে করে কলারোয়া উপজেলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে সকাল আটটার দিকে কলারোয়া পৌর সদরের বেত্রাবতি হাই স্কুলের সামনে পৌঁছালে একটি মাটি ভর্তি দ্রুতগতির ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে মাটি ভর্তি ট্রলিটি  সুমাইয়া খাতুনের গায়ের উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। 

্রিন্ট

আরও সংবদ