খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণ

৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
০১:২৩ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৬


খুলনার বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোঃ মোখতার আহমেদ বলেছেন দেশকে এগিয়ে নিতে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। আমাদের সন্তানদের মনোদৈহিক উৎকর্ষ সাধনে ক্রীড়াকে প্রাধান্য দিতে হবে। তিনি বলেন যে মাঠে শিশুরা দৌড়ায় সে মাঠেই জন্ম নেয় শক্তি, শৃঙ্খলা এবং নৈতিকতা। তিনি বলেন খেলাধুলা শুধু বিনোদন নয় এটি সমাজ গড়ার সবচে শক্তিশালী মাধ্যম। আজকের প্রজন্মকে অন্যান্য আসক্তি থেকে মুক্ত করতে এবং তাদের সুকুমার বৃত্তির পরিস্ফুটনের লক্ষে আমাদের সন্তানদেরকে সঠিক পথপ্রদর্শন অত্যন্ত আবশ্যক। 
তিনি শনিবার সকালে খুলনার জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে ৩৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ও সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ বোর্ডের সার্বিক আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সায়েদ মোঃ মনজুর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মিজ সিফাত মেহনাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোঃ শাহীনুজ্জামান। অনুষ্ঠানে আগত অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানান সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ বোর্ড খুলনার বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নাসরিন আক্তার। 
অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলা থেকে আগত কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানেরা খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়।

্রিন্ট

আরও সংবদ