খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

রাজধানীতে বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার ‎

খবর প্রতিবেদন |
০১:৪১ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৬


রাজধানীর মুগদার মান্ডা এলাকার একটি বাসা থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাঙ্গামাটি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। ‎‎শুক্রবার মুগদার মান্ডা এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের পর শনিবার (৩ জানুয়ারি) ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ। ‎নিহত কামরুল হাসান কুমিল­ার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামের নূর মিয়ার সন্তান।
‎‎কামরুলের বড় ভাই জসিম উদ্দিন মাস্টার জানান, কামর লের স্ত্রী জান্নায়েল ফেরদৌস এবং দুই মেয়ে কিছুদিন আগে কুমিল­ার মুরাদনগরে গ্রামের বাড়িতে যান। কামরুল এপিবিএনের ব্যাডমিন্টন খেলোয়াড়। টুর্নামেন্টের কারণে ডিসেম্বরে ১৭ তারিখে তিনি রাঙ্গামাটি থেকে ঢাকায় এসে মুগদার ওই বাসায় ছিলেন। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মুগদার ওই বাসার প্রতিবেশীদের মাধ্যমে তারা জানতে পারেন, কামরুল ওই বাসায় গলায় ফাঁস দিয়েছেন। পরে তারা ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেন।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, খবর পেয়ে শুক্রবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি আগে ঢাকায় ছিলেন। কিছুদিন আগে বদলি হয়ে রাঙ্গামাটি চলে যান। তবে তার পরিবার মুগদার মান্ডার ওই বাসায় থাকতেন।
এ ঘটনায় মুগদা থানার পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকার বলেন, নিহত পুলিশ সদস্য দুই মেয়ে এবং স্ত্রী নিয়ে ওই বাসায় থাকতেন। কয়েক দিন আগে তার পরিবার গ্রামের বাড়িতে চলে যান। তবে ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুল টুর্নামেন্টের কারণে ঢাকায় আসেন এবং একাই এ বাসায় ছিলেন। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

্রিন্ট

আরও সংবদ