খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

কয়রা সদর ইউনিয়নের ওলামা সমাবেশ

জামায়াত সকল আলেম-উলামাকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান আজাদের

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৬


খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) জায়ায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ওলামা সমাবেশে বলেছেন, জামায়াত দেশের সকল আলেম-উলামাকে ঐক্যবদ্ধ করে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। এ জন্য ওলামায়ে কেরামগণকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সকলে ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠাকে রুখবে এমন শক্তি ও সাহস কারোর নেই। জুলাই-আগস্ট বিপ্লবের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবেন তারাই বিপদে পড়বেন। যারা উঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছে তাদেরকে সাবধান হওয়ার আহবান জানান তিনি। 
গতকাল শনিবার সকাল ১০টায় কয়রা জামায়াত কার্যালয়ে ইউনিয়ন ওলামা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। 
কয়রা সদর ইউনিয়ন সভাপতি মাওলানা অলি উল্লাহর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন কয়রা উপজেলা ওলামা বিভাগ সভাপতি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা এড. শাহ আলম ও এড. মোস্তফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কয়রা ইউনিয়ন জামায়াতের আমীর জিএম মিজানুর রহমানসহ কয়রা ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে আগত আলেম, হাফেজ, ইমাম ও মুয়াজ্জিনগণ।

্রিন্ট

আরও সংবদ