খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

রূপসায় রেঞ্জ ডিআইজি রেজাউল হক

আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে

নিজস্ব প্রতিবেদক |
০২:১১ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৬


খুলনার রূপসায় আঞ্জুমান মুফিদুল ইসলামে কম্পিউটার প্রশিক্ষণ, ফিজিওথেরাপি সেবা কেন্দ্রের উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় ইলাইপুর গ্রামস্থ আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক (পিপিএম)। তিনি বলেন, আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে নারী শিক্ষার্থীদের নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এতে দূর হবে বেকারত্ব। 
তিনি আরো বলেন, যারা এ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হবেন তাদের কর্মসংস্থান খুঁজে পেতে সহজ হবে। তিনি আরও বলেন, ফিজিওথেরাপি সেবা কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে বয়স্ক নারী-পুরুষেরা সেবা পাবেন। তিনি বলেন, নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি স্থাপন হওয়ায় প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করেন।     
অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব, আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা ম্যানেজিং কমিটির সদস্য এস এম হারুনার রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও যুগ্ম-সচিব মোসাঃ ফেরদৌসী বেগম। শুভেচ্ছা বক্তৃতা করেন আঞ্জুমানের যুগ্ম-পরিচালক ও সাবেক জেলা প্রশাসক আনিস মাহমুদ।
আঞ্জুমান মুফিদুল রূপসার যুগ্ম-আহবায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সফিউল আলম সুজনের পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা, আঞ্জুমান মুফিদুলের দাতা সদস্য প্রফেসর নার্গিস জাহান, রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর। 
এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন রূপসা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, আঞ্জুমান মুফিদুলের উপ-পরিচালক (আইটি) মোঃ হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ সামছুজ্জামান, সদস্য সচিব আরিফুল ইসলাম রিপন, মিজানুর রহমান ডিকেন, কম্পিউটার প্রশিক্ষক মোঃ আশফাক, ফিজিওথেরাপিস্ট গৌতম মন্ডল, ম্যানেজার মোঃ আমজাদ হোসেন, রূপসা কলেজ সহকারী অধ্যাপক এমদাদুল হক, প্রভাষক মোঃ রিপন আলী, ক্রীড়া শিক্ষক অনিরুদ্ধ কুমার বাহাদুর, যুবদল নেতা সাইফুল ইসলাম রিমন, সাবেক ছাত্রনেতা এস এম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিটন, আসমান, সেলিম শেখ, হান্নান, রনি, বক্কার, বাবু, সালমান শেখ প্রমুখ। 
প্রধান অতিথি ১৫০ জন অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং মরহুম এস এম দলিল উদ্দিন ও আসমাতুন্নেছা ল²ী বিবি’র জন্য দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদের খতীব মাওলানা আয়ুব আলী।
 

্রিন্ট

আরও সংবদ