খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

নগরীতে ছাত্র সমন্বয়ককে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার যুবলীগ নেতা সবুজ কারাগারে

নিজস্ব প্রতিবেদক |
০২:১১ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৬


নগরীর শিববাড়ি মোড়ে ডেকে নিয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এর সাবেক শিক্ষার্থী শায়েখ মাহমুদ শাওন এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার যুগ্ম-সদস্য সচিব শেখ তাশিক আহমেদকে হত্যা চেষ্টা মামলায় মিজানুর রহমান সবুজকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। মিজানুর রহমান সবুজ সাতক্ষীরা আওতাধীন একটি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে। 
খোঁজ নিয়ে জানা যায়  মিজানুর রহমান সবুজের নামে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ একাধিক প্রতারণা মামলা রয়েছে এবং নারী কেলেঙ্কারি ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে, যার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  এছাড়াও সাতক্ষীরার একটি এটিএম বুথ ডাকাতির অভিযোগ এবং ভিডিওসহ প্রমাণ মিলেছে মিজানুর রহমান সবুজের বিরুদ্ধে।
গ্রেফতারের পর সবুজকে আদালতে প্রেরণ করা হয় এবং শুনানি শেষে খুলনা জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ