খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি |
০২:১৭ এ.এম | ০৪ জানুয়ারী ২০২৬


খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের জন্য কাজ করেছেন। তার দেশপ্রেম ও সততা সত্যিকার অর্থেই সবার জন্য অনুকরণীয় উল্লেখ করে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন। শহীদের রক্তের আকাক্সক্ষার নিরপেক্ষ ভোট গ্রহণের মাধ্যমে দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে। 
গতকাল শনিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে জাতীয় ঐক্যে’র প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার স্বরণে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত নাগরিক শোক সভায় অংশগ্রহণ করেন নজরুল ইসলাম মঞ্জু। আসর বাদ ৩০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের আয়োজনে কাউন্সিলর কার্যালয়ে গাজী শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্টান রোড জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান হাবিব। মাগরিব বাদ ২২নং ওয়ার্ড বিএনপি ও সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারের সার্বিক সহযোগিতায় আবু হানিফ মাদ্রাসা প্রাঙ্গণে ওয়ার্ডের সাবেক সভাপতি তরিকুল্লাহ খানের সভাপতিত্বে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। 
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চর জামে মসজিদের ইমাম হাফেজ হারুন অর রশিদ। এ সকল অনুষ্ঠানে নজরুল ইসলাম মঞ্জ আরও বলেন, জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। ভোটের সুষ্ঠু ও পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। বেগম জিয়া একটি পরিবারের মায়ের মতো ছিলেন, যার উপস্থিতি সন্তানদের শক্তি জোগায়। ঠিক তেমনি তিনি হুমকির মুখেও দেশ না ছেড়ে গোটা জাতির অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, মোল্লা মারুফ রশিদ, ইউসুফ হারুন মজনু, নাজমুল হক মুকুল, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, জাহিদ কামাল টিটো, মাসুদ খান বাদল, আলম হাওলাদার, খান মঈনুল ইসলাম মিঠু, সাইমুন ইসলাম রাজ্জাক, আবু তালেব, জাহান আলী, নূরুল ইসলাম লিটন, জাহাঙ্গীর হোসেন, এড. মিজান হাওলাদার, আব্দুল করিম, শামসুল আলম বাদল, মেজবাউল আক্তার পিন্টু, আব্দুল্লাহ আল মামুন, তরিকুল আলম, মাহমুদ হাসান মুন্না, এম এ হাসান, সমির কুমার সাহা, স্বপন হাওলাদার, খালেক গাজী, রোকেয়া ফারুক, সেলিম বড় মিয়া, ফজলুর রহমান, এম এ সালাম, মহিউদ্দিন মঈন, শুকুর আলী, ইউসুফ মোল্লা, আবু মাস্টার, মামন রেজা, আসাদ সানা, বেল্লাল তালুকদার, আফজাল হোসেন, আবুল বাসার, শফিউদ্দিন আহমেদ, এড. উজ্জ্বল, পারভেজ আহমেদ, রবিউল ইসলাম রবি, নূরুল হক, ফিরোজ আহমেদ, মামুনুর রহমান রাসেল, শফিকুল ইসলাম শফিক, কামরুল আলম খোকন, ফারুক হোসেন, শহিদুল ইসলাম, ওসমান গনি, আমজাদ হোসেন, মোস্তফা সানা, জাফর মোল্লা, তানভীর প্রিন্স, নাজমা কবির, হারুন হেলাল, মহসীন খান, সায়মা পারভীন রিক্তা, আল আমিন, বিলকিস আক্তার, খোকন গাজী, জাকির শেখ, ইমরান হোসেন, শহিদুল ইসলাম, পারভীন বেগম, আলী খান, মাসুদ ও ফিরোজ হোসেন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ