খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠানো সম্ভব নয়, আইসিসিকে চিঠি বিসিবির

ক্রীড়া প্রতিবেদক |
০২:০৫ পি.এম | ০৪ জানুয়ারী ২০২৬


ক্রিকেটের মাঠের বাইরে রাজনৈতিক টানাপোড়েন আবারও ছায়া ফেলেছে ভারত-বাংলাদেশের সম্পর্কে। সম্প্রতি বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে ছেড়ে দিতে। এদিকে এমন ইস্যুর পর ভারতের মাটিতে বিশ্বকাপে ক্রিকেটারদের নিরপত্তার শঙ্কায় দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ আইসিসি এক বিবৃতিতে বিষয় জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ই-মেইল পাঠিয়েছে বিসিবি। সোমবার (৪ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে। সে কারণেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বোর্ড।

এছাড়া জানা যায়, তারা সরাসরি টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার কথা বলেনি। বরং আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। অর্থাৎ, বিশ্বকাপটি অন্য কোনো নিরাপদ দেশে আয়োজন করা হলে বাংলাদেশ অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করবে।

বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তাই বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। বোর্ড মনে করছে, বড় টুর্নামেন্টে অংশ নিতে হলে আগে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে একটা সময় উগ্র হয়ে উঠে ভারত ও কলকাতার বেশ কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল।

আইপিএলের কোন ফ্র্যাঞ্চাইজিতেই বাংলাদেশের খেলোয়াড়দের না খেলানোর পরামর্শ দেয়া হয়। কলকাতার মাঠে যাতে বাংলাদেশের কোন ক্রিকেটার না খেলতে না পারে সেটার জন্য হুমকিও দেয় তারা। এমন অবস্থায় বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটিই কলকাতায়। এই কারণে বাধ্য হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে। যেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশ খেলবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী– আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। একই ভেন্যুতে পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালি। শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশ-নেপালের ম্যাচ।

এদিকে, আইসিসিকে আগেই বিশ্বকাপের স্কোয়াড পাঠিয়েছিল বিসিবি। আজ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়েছে। যেখানে টাইগারদের নেতৃত্বে প্রত্যাশিতভাবেই আছেন লিটন দাস। সাইফ হাসান তার সহ-অধিনায়ক। উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন তাদের জায়গা ধরে রাখতে পারেননি। ফর্মে থেকেও দলে ঢুকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় আছেন তিনি।

এ ছাড়া বল হাতে দারুণ ফর্মে রিপন মন্ডল। দুর্দান্ত পারফর্ম করেছেন আলিস ইসলামও। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিচ্ছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনতে পারবে বিসিবি, এজন্য সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

্রিন্ট

আরও সংবদ