খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি ও সাবেক আহবায়কের মৃত্যুবার্ষিকীতে ভাগবতপাঠ ও প্রার্থনা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৬


জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শ্রীশ্রী শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গনে জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. পূর্ণেন্দু গাইন ও পরিষদের সাবেক আহবায়ক সাবেক কাউন্সিলর অমিয় সরকার গোরার মৃত্যুবার্ষিকীতে ভাগবত পাঠ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়, গতকাল রোববার সন্ধ্যা ৭টায়। প্রার্থনা সভাপূর্ব শ্রদ্ধেয় নেতৃবৃন্দের স্মরণ সভা পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষের সভাপতিত্বে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পূজা পরিষদের সাবেক উপদেষ্টা, শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র ও অধ্যক্ষ অজিত কুমার বিশ^াস।
স্মরণ সভা শেষে প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত সুমন ব্যানার্জী। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে সুমন দাস, আশীষ কুমার সিনহা, অমর কুমার দাস, দীপঙ্কর মন্ডল, শিমুল কুমার দাস, ইন্দ্রজিৎ চক্রবর্তী, বাবুল চন্দ্র সাহা বাবলা, প্রবীর রায়, সাগর সাহা, সাংবাদিক দিলিপ বর্মন, গনেশ চন্দ্র মন্ডল,স্বপন কুমার রায়, দেবাশীষ কুমার দে, গোপাল বনিক, মাধুরী মন্ডল, অনামিকা দাস পপি, মন্দির কমিটির দপ্তর সম্পাদক বিব সাহা, জেলা পূজা পরিষদের পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, বিশ্বজিৎ পাল, অতনু কর বাপ্পা, বিপুল রায় চৌধুরী, দীপা বিশ্বাস, অলোক শীল, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার রাহুল, জেলা পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য গোপাল চন্দ্র সাহা, তপন চক্রবর্তী, লিটন বিশ্বাস খোকন, সুশান্ত অধিকারী, সুজন মন্ডল, শংকর সাহা, রঞ্জন কুমার সাহা, গৌতম দাস, লিটন বিশ্বাস, মানবেন্দ্র মন্ডল, মিঠুন কুমার দে মিঠু, সুমন দে, নিভানন রায়, দীনেশ রায়, জয়দেব কুমার রায়, শুভ শীলপ্রমুখসহ অসংখ্য ভক্তবৃন্দ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

্রিন্ট

আরও সংবদ