খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

নগরীর আড়ংঘাটা এলাকায় হাতপাখা প্রার্থীর মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৬


নগরীর খালিশপুর ৭ ও ৮নং ওয়ার্ডে খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ভোটারদের সাথে গতকাল রোববার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। 
সকালে আড়ংঘাটা বাজারে শ্রমজীবী, পেশাজীবী, মেহনতী ও সর্বস্তরের জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং বিকেলে আড়ংঘাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং গাইকুড় এলাকার শ্রমজীবী, পেশাজীবী, মেহনতী ও সর্বস্তরের জনগণের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
এ সময় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবু গালিব, আড়ংঘাটা থানা সভাপতি জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, সেক্রেটারি কাজী তোফায়েল হোসেন, খালিদ হোসাইন, কবির হোসেন, মুহাম্মাদ শাহরিয়ার তাজ, সুলাইমান ইমন, ইমামুল হোসেন, শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ