খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ীর বাসায় মাওঃ আজাদ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৬


সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী মোঃ বাবুল হোসেনের বাড়িতে যেয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনে  দাঁড়িপাল­া প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। গতকাল রোববার সকাল ৭টায় তিনি নিহতের কয়রা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিজ বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের খোঁজখবর নেন এবং গভীর শোক প্রকাশ করেন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের আহŸান জানান।
মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগ সভাপতি মাওলানা সুজাউদ্দিন, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর জিএম মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাকিম বিল­াহ, সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডি এম জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উলে­খ্য, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে খুলনার রূপসা সেতুর বাইপাস সড়কে জয়বাংলা মোড়ে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষে কয়রা বাজারের মোমিন মার্কেটের আলহামদুলিল­াহ এন্টারপ্রাইজ ও বাজারে অবস্থিত একটি স্বতন্ত্র ভিভো শো’রুমের মালিক মোঃ বাবুল হোসেন (৩৫) একজন মোবাইল ব্যবসায়ী; তিনি কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ওজিয়ার মোল­ার ছেলে।
 

্রিন্ট

আরও সংবদ