খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল

খবর প্রতিবেদন |
০১:২৮ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৬


সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করে আগের মুনাফার হার বহাল রেখেছে সরকার। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এর ফলে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর মাস পর্যন্ত যে হারে মুনাফা ছিল, আগামী ছয় মাসও সেই হারে মুনাফা দেওয়া হবে। গত বৃহস্পতিবার সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। সরকারের এ সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। কেননা মধ্যবিত্ত শ্রেণি বিশেষত অবসরে যাওয়া ব্যক্তিদের একটি সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল। 
জানা যায়, রোববার অফিস খোলার পর সরকারের উচ্চ পর্যায়ে ওই প্রজ্ঞাপন বাতিল করে মুনাফার হার আগের অবস্থায় রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে এ বিষয়ে প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়। 
বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট নামে সরকারের সঞ্চয় স্কিম রয়েছে। প্রতি ক্ষেত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত এবং এর বেশি সঞ্চয়পত্রে আলাদা মুনাফা দেওয়া হয়। ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার কিছুটা কম দেওয়া হয়। একজন ব্যক্তি বর্তমানে সর্বোচ্চ ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র কেনার সুযোগ রয়েছে। প্রতি ক্ষেত্রে মেয়াদ পূর্তির আগে ভাঙানো হলে তখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে মুনাফা আরও কম পাওয়া যাবে। যেসব ক্ষেত্রে মুনাফার টাকা পরিশোধ করা হয় সে ক্ষেত্রে মূল টাকা থেকে নির্ধারিত হারে সমন্বয় করা হয়। 
পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ। এটি কমিয়ে ১০ দশমিক ৪৪ শতাংশ করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে আগের হার বহাল রাখা হয়েছে। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার  ১১ দশমিক ৮০ শতাংশ থেকে  ১০ দশমিক ৪১ শতাংশে নামানো হয়েছিল। এটিসহ সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার আগের মতোই থাকবে। 
গত বছরের জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার ট্রেজারি বন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নির্ধারণ করা হচ্ছে। এক্ষেত্রে ৫ বছর এবং ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদহার (সর্বশেষ ৬ মাসের নিলামের ভিত্তিতে) অনুয়ায়ী সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারিত হয়।
স¤প্রতি ট্রেজারি বিল ও বন্ডের সুদহার কমায় সঞ্চয়পত্রের মুনাফার হারও কমিয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে সরকার। যা ১ জানুয়ারি থেকে ৩০ জুন কেনা সঞ্চয়পত্রে নতুন এ হার কার্যকর হওয়ার কথা ছিল। 
সঞ্চয়পত্রের গ্রাহক মূলতঃ দেশের সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো। বিপদের সময় সঞ্চয়পত্র ভেঙে তা সামাল দেন। আবার প্রতি মাসের সংসার খরচের একটি অংশ সঞ্চয়পত্রের মুনাফা থেকে আসে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। যদিও কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা ৮ থেকে ৯ শতাংশের ঘরেই আছে। এমন পরিস্থিতিতে সঞ্চয়পত্রের মুনাফা হার কমানো নিয়ে সমালোচনার মুখে পড়ে সরকার। অর্থনীতিবিদরাও বিশেষ বিবেচনায় স্বল্প আয়ের মানুষের জন্য এ মুনাফা হার না কমানোর পরামর্শ দেন।

্রিন্ট

আরও সংবদ