খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

গড়ইখালীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

দেশপ্রেম ও সততা সত্যিকার অর্থেই সবার জন্য অনুকরণীয় : বাপ্পী

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৬


খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। তার অবদান দল ও জাতি চিরদিন স্মরণ করবে। তাঁর স্বদেশ প্রেম ও সততা সত্যিকার অর্থেই বাংলাদেশ চিরদিন স্মরণ রাখবে। দল-মত নির্বিশেষে সকলের জন্য অনুকরণীয় আর্দশই বেগম খালেদা জিয়ার।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল রোববার) বিকেল ৪টায় পাইকগাছা উপজেলার গড়ইখালী বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজান জোয়ার্দার। 
সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপি আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এস এম ইমদাদুল হক, শহিদুল ইসলাম গাজী, আবুল বাসার বাচ্চু, মফিজুল ইসলাম টাকু, নাজির সরদার, নজরুল ইসলাম সরদার, মিজান গাজী, ওবাদুল সরদার, সাহেব আলী গাজী, হামিদ গাইনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ওলামাদল ও ছাত্রদলের নেতারা।

্রিন্ট

আরও সংবদ