খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

যোগিপোল ইউনিয়নে গণসংযোগকালে মাহফুজ

নির্বাচনে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ভোট বিপ্লব হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৬


আসন্ন নির্বাচনে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে ভোট বিপ্লব হবে উল্লেখ করে খুলনা-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতের মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রক্ত, ত্যাগ ও জীবনের বিনিময়ে প্রাপ্ত আজকের নতুন বাংলাদেশে আর কোন প্রতারণামূলক নির্বাচনী প্রহসন হতে দেয়া হবে না। একই ভাবে ধোঁকা ও জালিয়াতির নির্বাচন তথা জাল ও ভুয়া ভোট বাংলাদেশের মানুষ আর হতে দেবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া একটা বড় চ্যালেঞ্জ। এ জন্য সব দলের সমঅধিকার নিশ্চিতে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আর এ দায়িত্ব প্রশাসনের। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত। রোববার দিনব্যাপী যোগিপোল ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 
এ সময় তার সঙ্গে ইউনিয়ন আমীর ইসমাইল হোসেন, সেক্রেটারি মনিরুল ইসলাম, আবু সুফিয়ান, মুজিবর মোড়ল, আল আমীন, আক্তার হোসেন, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আবুল কালাম, মোহাম্মদ নূরে আলম, মুফতি নাজমুল হাসান, শেখ আলাউদ্দিন, রবিউল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ নজরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মোঃ মাসুম, মনিরুল ইসলাম, মোতাহার হোসেন, মোঃ জালাল উদ্দিন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোঃ ডালিম শেখ, মোঃ নাসিম আহমেদ, মোহাম্মদ মিলন ও নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
 

্রিন্ট

আরও সংবদ