খুলনা | সোমবার | ০৫ জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২

নগরীর ১২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়ায় বকুল

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মের বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে বিএনপি

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৬


বিএনপি ঘোষিত ৩১ দফার মাধ্যমেই বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব এবং তরুণ প্রজন্মের আকাক্সক্ষার ভিত্তিতেই আগামীর আধুনিক বাংলাদেশ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষ প্রার্থী রকিবুল ইসলাম বকুল। গতকাল রোববার সন্ধ্যায় খুলনার খালিশপুরের ১২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আলোচনা ও দোয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বক্তব্যে বকুল ভোটারদের বিভ্রান্তকারী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহŸান জানান। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল প্রচার করছে, নির্দিষ্ট মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলামে কোথাও এমন কথা লেখা নেই। যারা ভোটের জন্য ধর্মকে এভাবে ব্যবহার করে, তারা মূলত শিরকের সমতুল্য কাজ করছে। এসব মিথ্যা প্রলোভন ও প্রতারণার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহŸান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই নারী উন্নয়ন ও সামাজিক সংস্কারে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু খাদ্য উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেননি, বরং বিদেশে খাদ্য রপ্তানির দুয়ারও খুলে দিয়েছিলেন। শিক্ষার মান উন্নয়নে বিএনপিই প্রথম দেশে নকলমুক্ত পরীক্ষা পদ্ধতি চালু করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিশুদের জন্য ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি প্রবর্তন করেন। এছাড়া সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজনসহ ইসলাম প্রচার-প্রসারে এবং আলেম সমাজের যথাযথ সম্মান প্রদর্শনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ চৌধুরী শফিকুল হোসেন। খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ জাহিদুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ খোদাবক্স কোরাইশি কাল্লু ও সাংগঠনিক সম্পাদক এস আরিফুর রহমান শিমুলসহ স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

্রিন্ট

আরও সংবদ