খুলনা | বুধবার | ০৭ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তিকর তথ্য : তদন্তকারী কর্মকর্তাকে শোকজ

অবশেষে জুলাই যোদ্ধা সুরভীর জামিনে মুক্ত

খবর প্রতিবেদন |
১১:১৬ পি.এম | ০৫ জানুয়ারী ২০২৬


জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বয়স সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। বয়স নিয়ে অসঙ্গতি ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে এ নির্দেশ দেওয়া হয়। সোমবার  গাজীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহদি এ আদেশ দেন।
আদালত আদেশে উল্লেখ করেন, মামলার এজাহারে আসামির বয়স ২১ বছর উল্লেখ থাকলেও পরবর্তীতে আদালতে দাখিল করা পুলিশ ফরোয়ার্ডিং প্রতিবেদনে বয়স ২০ বছর দেখানো হয়েছে। বয়সের এই অসঙ্গতি আদালতের নজরে আসে।
আদালত আরও বলেন, মামলার শুনানিকালে আসামিপক্ষ থেকে আসামি অপ্রাপ্তবয়স্ক এমন কোনো সুনির্দিষ্ট দাবি বা আইনি আপত্তি উত্থাপন করা হয়নি। অথচ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসামির বয়স ১৮ বছরের নিচে বলে প্রকাশিত প্রতিবেদন আদালতের দৃষ্টিগোচর হয়েছে। এতে করে আসামির প্রকৃত বয়স নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন আদালত।
আদেশে বলা হয়, এই পরিস্থিতি মামলার তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন। মামলার সুষ্ঠু বিচার এবং আইনি প্রক্রিয়ার স্বার্থে আসামির সঠিক বয়স নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ কারণে তদন্তকারী কর্মকর্তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসামির মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদসহ সশরীরে আদালতে হাজির হয়ে বয়স সংক্রান্ত অসঙ্গতির বিষয়ে সন্তোষজনক কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত। সোমবার সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে এই জামিন আদেশ দেন। আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এ জামিন মঞ্জুর করেন আদালত। এরআগে হয়রানিমূলক মামলা দায়ের ও তদন্ত ছাড়াই দুই দিনেব রিমান্ড দিয়েছিল আদালত। এদিকে, রিমান্ডের ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেন সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল।
তিনি জানান, দুপুরে আদালতের দেয়া দুই দিনের রিমান্ড আবেদনের বিরুদ্ধে আমরা দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করি। পরে আদালতের বিচারক শুনানি শেষে বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে দুইদিনের রিমান্ড আদেশ বাতিল করেন এবং আমার জিম্মায় আসামির চার সপ্তাহের অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছেন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী ১৭ বছরের কিশোরী তাহরিমা জান্নাত সুরভির বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের ও তদন্ত ছাড়াই তাকে রিমাণ্ডে পাঠানোর ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহলের ব্যাপক ক্ষোভের পর সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জুর করেন।
সুরভীর বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে মিথ্যা ও প্রতারনামূলক দাবি করে সুরভীকে জামিন দেওয়ার আহŸান জানান জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারনার দায়ে মামলার বাদি প্রতারক নাইমুর রহমান দুর্জয় ও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার দাবি ওঠেছে বিভিন্ন মহল থেকে।
মামলাটিকে মিথ্যা ও প্রতারণামূলক দাবি করে সুরভীকে জামিন দেওয়ার আহŸান জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারনার দায়ে মামলার বাদি কথিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় ও তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক ওমর ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার দাবি ওঠেছে বিভিন্ন মহল থেকে।
সুরভীর প্রতি অবিচার করা হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপাক ড. আসিফ নজরুল জানান, তিনি (সুরভী) ন্যায় বিচার পাবেন।
এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জামান সুরভীই ওই চক্রের মূল নেতৃত্বে ছিলেন। অভিযোগ অনুযায়ী, চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।
 

্রিন্ট

আরও সংবদ