খুলনা | বুধবার | ০৭ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

আশাশুনিতে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ০৫ জানুয়ারী ২০২৬


আশাশুনিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত প্রতিষ্ঠান সমূহের প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।   
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন আলোচনা রাখেন। সভায় ভোট কেন্দ্র সমূহের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয় এবং প্রতিষ্ঠানকে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহারের উপযোগি করে রাখা, প্রয়োজনীয় কাজ সম্পন্ন করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
 

্রিন্ট

আরও সংবদ