খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

ফয়সল হাবিব ও অয়ন জুটি চ্যাম্পিয়ন

বাগেরহাটে মাদক বিরোধী ২৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৭ এ.এম | ০৬ জানুয়ারী ২০২৬


“মাদককে না বলুন” শপথের মাধ্যমে বাগেরহাটের যদুনাথ স্কুল এন্ড কলেজ মাঠে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ সম্পন্ন হয়েছে। গত রোববার আয়োজিত এ প্রতিযোগিতায় ২৮টি দল অংশগ্রহণ করে।  গতকাল বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রাইজমানি প্রদানের মাধ্যমে টুর্নামেন্ট সমাপ্ত হয়।
জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ-এর সঞ্চালনায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের পক্ষে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল ও যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল।  ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বাগেরহাটের ফয়সল হাবিব ও অয়ন জুটি দল চ্যাম্পিয়ন এবং মঈনুল ইসলাম ও সাবিত জুটি দল রানার্স আপ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম বলেন  বাগেরহাটের তরুণ প্রজন্মকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন বেশি করে করতে হবে।  স্বাগত বক্তব্যে উপপরিচালক মোঃ মিজানুর রহমান  বলেন,  বাগেরহাটের তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের মাধ্যমে  সব ধরনের নেশা থেকে দূরে রাখার জন্য আমরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছি। তারই ধারাবাহিকতায় এ ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি আট দলের সমন্বয়ে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল বলেন খেলাধুলার প্রতি আগ্রহের মাধ্যমে এ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে। অধ্যক্ষ ঝিমি মন্ডল বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ছাত্রজীবন সঠিকভাবে বিকশিত হয়।
 

্রিন্ট

আরও সংবদ