খুলনা | বুধবার | ০৭ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

হঠাৎ গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা খুলনাবাসীর প্রতিবাদ সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ০৬ জানুয়ারী ২০২৬


রান্নার কাজে ব্যবহৃত জরুরি এলপিজি গ্যাসের মূল্য হঠাৎ করে বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে সংগঠন সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে মোঃ জামাল মোড়লের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, সোমবার বেলা ১১টায় ।
বক্তারা বলেন, বিইসি কোনো শুনানী ছাড়া ভোক্তা পর্যায়ে ১২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বৃদ্ধি করে ১৩০৬ করায়, অন্যদিকে এই সুযোগে কতিপয় অসাধু ব্যবসায়ী, অধিক মুনাফাখোর গোডাউনে পর্যাপ্ত গ্যাস মজুত থাকলেও, গ্যাসের কৃত্রিম সংকটের কথা শুনিয়ে অসাধু অধিক মুনাফা খোররা ১৬শ’ টাকা থেকে ১৭০০ টাকায় গ্যাস বিক্রি করছে। এ সকল অবৈধ, অধিক মুনাফাখোর ব্যবসায়ীদের চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তির দাবি জানান বক্তারা।
বক্তৃতা করেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম কামু, জিএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃ সাকিল আহমেদ রাজা, মোঃ আঃ রাজ্জাক, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ সবুজুল ইসলাম, মোঃ খায়রুল আলম, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ মামুন অর রশিদ, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ। 
অন্য এক বিবৃতিতে খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসুস্থ এইচ এম আলাউদ্দিন এর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ