খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২

প্রথমদিন ইসিতে ৪২ জনের আপিল, শীর্ষে ঢাকা

খবর প্রতিবেদন |
০১:৫৪ এ.এম | ০৬ জানুয়ারী ২০২৬


রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাই শেষে প্রথমদিন ৪২ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। প্রথমদিন সবচেয়ে বেশি আবেদন ঢাকা অঞ্চল থেকে করলেও সিলেট অঞ্চল থেকে এদিন কোনো আপিল নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েনি। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক বুথের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
ইসির তথ্যানুযায়ী, আপিলের প্রথম দিনে ৪২টি আবেদন জমা পড়েছে। আপিল চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল আবেদন নিষ্পত্তি করবে ইসি। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।
ইসি জানায়, রংপুর অঞ্চলের ৩টি, রাজশাহী অঞ্চলের ৫টি, খুলনা অঞ্চলের ৩টি, বরিশাল অঞ্চলের ১টি, ময়মনসিংহ অঞ্চলে ১টি, ঢাকা অঞ্চলে ১৫টি, ফরিদপুর অঞ্চলে ৭টি, কুমিল­া অঞ্চলে ৫টি এবং চট্টগ্রাম অঞ্চলে ২টি আপিল জমা পড়েছে। সিলেট অঞ্চলে কেউ আবেদন করেননি। তবে কুমিল­ায় ১ জন বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল করেছেন সংক্ষুব্ধ ব্যক্তি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু হয়েছে সোমবার থেকে। যা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। 
আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর ক্ষমতাপ্রাপ্ত যে কেউ ইসিতে আপিল করতে পারবেন।
এর আগে রোববার সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের বিভিন্ন বুথে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দিচ্ছেন প্রার্থীরা। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন প্রায় সাড়ে তিনশ স্বতন্ত্র প্রার্থী; যা মোট বাতিল মনোনয়নপত্রের প্রায় অর্ধেক। আর যারা স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের তিন চতুর্থাংশই বাছাইয়ে বাদ পড়েছেন। ৩০০ আসনের বৈধ ও বাতিল মনোনয়নপত্রের তালিকা বিশ্লেষণে দেখা যাচ্ছে, নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিলে ঝরে পড়েছেন তারা।

্রিন্ট

আরও সংবদ