খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ‘অস্ত্র হাতে নিতে’ প্রস্তুত কলম্বিয়ার প্রেসিডেন্ট

খবর প্রতিবেদন |
০১:৫৫ এ.এম | ০৬ জানুয়ারী ২০২৬


কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাঁকে বা তাঁর দেশকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তবে তিনি দঅস্ত্র হাতে নিতে’ প্রস্তুত থাকবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাফো এ কথা বলেন।
এক্সে দেওয়া এক পোস্টে পেত্রো মাদক পাচার দমনে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন; যার সমালোচনা করেছেন ট্রাম্প। গুস্তাফো দাবি করেন, কলম্বিয়ায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা চালানো হলে তাতে শিশু নিহত হওয়ার ঝুঁকি থাকবে এবং এতে রাষ্ট্রের সঙ্গে কয়েক দশক ধরে সংঘাতে জড়িত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য নতুন সদস্য সংগ্রহ সহজ হবে।
তিনি আরও বলেন, ‘আর যদি তারা এমন একজন প্রেসিডেন্টকে গ্রেফতার করে, যাঁর পক্ষে দেশের বড় একটি অংশের সমর্থন ও সম্মান রয়েছে, তাহলে তা গণঅভ্যুত্থানের জন্ম দেবে।’
এম-১৯ গেরিলা গোষ্ঠীর সাবেক সদস্য গুস্তাফো আরও বলেন, কলম্বিয়াকে রক্ষার জন্য তিনি নিজেও লড়াই করবেন। তিনি বলেন, ‘আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না, কিন্তু মাতৃভূমির জন্য আমি আবার অস্ত্র ধরব।’ 
সূত্র: সিএনএন।

্রিন্ট

আরও সংবদ