খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

কালীগঞ্জে ওমর আলী হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১১:৩৩ পি.এম | ০৬ জানুয়ারী ২০২৬


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের আলমসাধু চালক ওমর আলী (ওমর শেখ) হত্যা মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই তকিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গত ৪ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নারন্দি গ্রাম থেকে আসামি ইসমাইল হোসেন (৩০) কে গ্রেফতার করে। সে যশোর জেলার হাফানিয়া গ্রামের আয়নাল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর ২০২৫ সালে মোবারকগঞ্জ চিনিকলের ফার্মের রাস্তায় ওমর আলীকে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘদিন মামলাটি ক্লুলেস থাকলেও তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়। গ্রেফতারের পর ৫ জানুয়ারি তাকে আদালতে পাঠানো হলে বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এসময় আসামি স্বেচ্ছায় হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জেল­াল হোসেন জানান, হত্যা মামলাটি অত্যন্ত স্পর্শকাতর ছিল। পেশাদারিত্ব ও আধুনিক তদন্ত পদ্ধতির মাধ্যমে আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

্রিন্ট

আরও সংবদ