খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খানজাহান আলী থানা বিএনপি’র শোকসভা

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:০২ এ.এম | ০৭ জানুয়ারী ২০২৬


নগরীর খানজাহান আলী থানা বিএনপি’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়িগেট বাসস্ট্যান্ডে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। 
খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোল­া সোহাগ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি অতিথি বিএনপি’র নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। প্রধান আলোচক ছিলেন কুয়েটের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ আলোচক ছিলেন খুলনা-৩ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মীর কায়ছেদ আলী, খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, কুয়েটের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ শরিফুল আলম, অধ্যাপক হাসান আলী, অধ্যাপক মাহামুদুল আলম। 
এছাড়া বক্তৃতা করেন ইকবাল হোসেন মিজান, মোঃ আলমগীর হোসেন, রফিকুল ইসলাম শুকুর, মোঃ শহিদুল ইসলাম, মোল­া সোলাইমান, জিহাদুল ইসলাম, বিল­াল হোসেন, মাসুম বিল­াহ, শাম্মী চৌধুরী মলি, হাবিবুর রহমান বিপ্লব। নাগরিক শোকসভায় আরো উপস্থিত ছিলেন মোড়ল আতাউর রহমান, সাবিনা ইয়াসমিন, চমন আরা, আজমল হোসেন, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি প্রমুখ। এ সময় আলোচকবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও দেশ ও জাতির জন্য তার ত্যাগের মহিমা সম্পর্কে আলোচনা করেন। বেগম খালেদা জিয়ার জানাযায় এতো বিপুল পরিমাণ লোকের উপস্থিতি দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

্রিন্ট

আরও সংবদ