খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

কুয়েটে কর্মচারীদের চাকুরিবিধি শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি |
১২:০৩ এ.এম | ০৭ জানুয়ারী ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ১৪তম ও ১৫তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য ‘চাকুরিবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। 
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম। দিনব্যাপী এই প্রশিক্ষণে দু’টি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে চাকুরীবিধি, আচরণ ও শৃঙ্খলা এবং দায়িত্ব ও কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা। দ্বিতীয় অধিবেশনে সময়ানুবর্তিতা এবং ছুটির বিধান ও প্রাপ্য সুবিধা বিষয়ে আলোকপাত করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ১৪তম ও ১৫তম গ্রেডের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
 

্রিন্ট

আরও সংবদ