খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

যশোরে নাশকতার অভিযোগে আ’লীগ নেতা বাবা ও যুবলীগ নেতা ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:০৮ এ.এম | ০৭ জানুয়ারী ২০২৬


যশোরে আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ (৬০) ও তার ছেলে যুবলীগ নেতা সাকিব আহমেদকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার  সকালে শহরের কাজীপাড়া এলাকার বাড়ি থেকে ডিবি পুলিশ তাদের আটক করে।
কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মন্ডল জানান, গত ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি চলাকালীন ভোরবেলায় উপ-শহর পার্ক রোডে পার্কিং করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের দুর্বৃত্তরা। এ নাশকতার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি সেলিম আহমেদ ও সাকিব আহমেদ। সেলিম আহমেদ শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আর সাকিব শহর যুবলীগের পৌরসভার চার নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম-আহŸায়ক। তারা আওয়ামী লীগের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের অনুসারী ছিলেন। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

্রিন্ট

আরও সংবদ