খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার ইন্তেকাল, কেন্দ্র ঘোষিত ৭ দিনের কর্মসূচি খুলনায় সফল ভাবে সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি |
০১:২৬ এ.এম | ০৭ জানুয়ারী ২০২৬


তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপি টানা সাতদিনের শোক কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এই শোক পালন কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।
মহানগর বিএনপি’র উদ্যোগে পালিত এ সাত দিনের কর্মসূচির মধ্যে ছিলÑদলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, স্মরণসভা, কোরআনখানি, শোক বই খোলা ও বিশেষ দোয়া। কর্মসূচিতে মহানগর বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করেন। 
শোক কর্মসূচি শেষে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, গণতন্ত্রের মা, সাহস ও সংগ্রামের প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে খুলনার জনগণ গভীর ভাবে শোকাহত। তিনি ছিলেন বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী। মানুষের নাগরিক স্বাধীনতা, বাকস্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন আপস করেননি। তিনি আরও বলেন, দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় খুলনার সর্বস্তরের মানুষ, বিএনপি’র নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। কেন্দ্র ঘোষিত সাত দিনের শোক কর্মসূচি খুলনা মহানগরে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহিণী থেকে তিনি রাষ্ট্রনায়কে পরিণত হয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। 
তিনি আরও বলেন, আপসহীন নেতৃত্ব, নৈতিক দৃঢ়তা ও কঠোর দেশপ্রেমের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তাঁর জানাজায় সারা দেশের মানুষের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ প্রমাণ করেÑতিনি ছিলেন জনগণের নেত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, শিক্ষা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে। 
এড. মনা বলেন, নিপীড়ন, নির্যাতন ও নানা বাধার মুখেও তিনি কখনো আপস করেননি। দেশের জন্য ত্যাগ, সাহস ও সংগ্রামের যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। 
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপি’র নয়, তিনি ছিলেন সমগ্র জাতির আশা-আকাক্সক্ষার প্রতীক। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। তবে তাঁর আদর্শ, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি’র নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। 
শোক কর্মসূচির শেষ দিনে বিশেষ দোয়ায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর রেখে যাওয়া গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

্রিন্ট

আরও সংবদ