খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

তেরখাদায় কৃষক দলের দোয়া অনুষ্ঠানে হেলাল

বিএনপি সরকার গঠন করলে খাল খননের মাধ্যমে বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটবে

তেরখাদা প্রতিনিধি |
০১:৩১ এ.এম | ০৭ জানুয়ারী ২০২৬


দলের কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সমগ্র বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে আমার নির্বাচনী এলাকায়ও খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটবে। তিনি বলেন রূপসা, তেরখাদা, দিঘলিয়ায় অনেক কৃষি জমি অনাবাদি রয়ে গেছে পর্যাপ্ত পানির সংকটে। আল্লাহ আমাদের সুযোগ দিলে আমি এ অঞ্চলে খাল খনন করে কৃষি ও মৎস চাষের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে আপনাদের সহযোগিতা করতে পারবো। তিনি কৃষকদলকে ধন্যবাদ জানিয়ে বলেন যে নেত্রী বাংলাদেশের মানুষের জন্য আমরণ আপোষহীন থেকেছেন, যে নেত্রী বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, তিনি আজ সকল দল ও সকল ধর্মিয় মানুষের কাছে এক ঐক্যর প্রতিক হয়েছেন। তিনি তার রুহের মাগফিরাত কামনা করেন। 
মঙ্গলবার সন্ধ্যায় তেরখাদার সাচিয়াদাহ বাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কৃষক দল আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ প্রমুখ। 
এর আগে আছর বাদ মুক্তিযোদ্ধো কমপ্লেক্স ভবনে উপজেলা কৃষক দলের আহবায়ক রাজু চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সাবু মোল্লার পরিচালনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কওছার আলী, সাবেক আহŸায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমাউন কবির, মোঃ বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, কালাম লস্কর, আবুল হোসেন বাবু মোল্লা, এসকে নাসির আহমেদ, ইমদাদুল ইসলাম, আবুল বাশার, মোবাশ্বের আলম, জাহিদুল ইসলাম ও জামাল বিশ্বাস। এছাড়া যুবদলের চৌধুরী আমিনুল ইসলাম মিলু ও গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সি ও শামীম আহমেদ রমিজ, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, লতিফ মোল্লা, মুন্না পারভেজ ও ঈশান মোল্লা, সাবেক ছাত্রদল নেতা আসাবুর চৌধুরী, আমিনুল ইসলাম, রাজু শেখ, মহিদুল ইসলাম, মেহেদী চৌধুরী, রাজু চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি সাচিয়াদাহ ইউনিয়নের নলিয়ারচর, মান্দারতলা, বারাসাত এলাকায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

্রিন্ট

আরও সংবদ