খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি |
০১:৩১ এ.এম | ০৭ জানুয়ারী ২০২৬


সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমরা আশা করি, তাঁর এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করতে পারব।
মঙ্গলবার বাদ আসর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের আয়োজনে বিকে স্কুল মিলায়নতানে নাসির খানের সভাপতিত্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন। বাদ মাগরিব ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের আয়োজনে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে শমসের আলী মিন্টুর সভাপতিত্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন  মোঃ ইউনুচ আলী। তিনি বাদ এশা ২৬ নম্বর ওয়র্ডের নূরানী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ায় আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক, আমাদের জন্য কথা বলা খুব কষ্টের। কারণ, এই মহীয়সী মহিলার নেতৃত্বে আমরা দীর্ঘকাল গণতন্ত্রের জন্য লড়াই করেছি। সংগ্রাম করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে খালেদা জিয়ার অবদান কখনোই অস্বীকার করা যাবে না। আসুন আমরা সবাই মিলে ঐক্যের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে, নতুন বাংলাদেশ নির্মাণ করি। আমরা বিশ্বাস করি এই ঐক্যের মাধ্যমেই বাংলাদেশ রক্ষা পাবে, গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ করা সম্ভব হবে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা নঈম মোল্লা। 
দোয়ায় উপস্থিত ছিলেন কাজী মোঃ রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, মজিবর রহমান ফয়েজ, ইউসুফ হারুন মজনু, শের আলম সান্টু, আল জামাল ভূঁইয়া, একরামুল হক হেলাল, শাসুজ্জামান চঞ্চল, হাসান মেহেদী রিজভী, মহিবুল্লাহ শামীম, ওমর ফারুক, আব্দুল জব্বার, রিয়াজুর রহমান, মেশকাত আলী, বাচ্চু মীর, রবিউল ইসলাম রবি, সাব্বির আহমেদ, মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, মাসুদ খান বাদল, কামাল উদ্দিন, আল বেলাল, মোস্তফিজুর রহমান বাবলু, মাজেদা খাতুন, সৈয়দ বোরহান, জামাল মোড়ল, মোল্লা মোস্তফিজুর রহমান রাজু, আসাদুজ্জামান বাদশা, আবুল বাশার, আজিজউল্লাহ ডাবলু, মোল্লা মোস্তফিজুর রহমান মিলন, হুমায়ুন কবির, জাকারিয়া লিটন, ডাঃ আব্দুস সালাম, সিরাজুল ইসলাম বাবলু, ওহেদুর রহমান বাবু, সেলিম বড় মিয়া, কামরুজ্জামান সিরাজ, শামীম আশরাফ, ইউনুচ শেখ, মোল্লা আলী আহমেদ, শরিফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স,   মুশফিকুর রহমান অভি, শামীম রেজা, আব্দুল্লাহ আল মামুন, মাহমুদ হাসান মুন্না, তৈয়েবুর রহমান তপু, মিজানুর রহমান, আব্দুল জলিল, ইলিয়াস হোসেন, মিনা মানিক, খায়রুল বাসার, ঈসা শেখ, আক্তারুজ্জামান এহিয়া, কামাল হোসেন, সাজ্জাদ হোসেন, মেজবাউদ্দিন পাপ্পু, মনির হোসেন, এস এম মাহমুদ, মামুনুর রহমান রাসেল, কামরুল কবির বাবু, আব্দুর রহমান, জীবন মীর, শাহানা রহমান, মিরাজুর রহমান, সাঈদ আলম, সৈয়দ আরিফা আক্তার চুমকি, ইসমত আরা কাকন, নাজমা করিম, ফরিদা পারভীন, মোঃ লিখন, শফিউদ্দিন, চুমকি, শাহানা, সোহেল রানা, আল আমিন শেখ, নাসির উদ্দিন, মোতাহার হোসেন, শফিকুল বিশ^াস প্রমুখ। 
এছাড়াও বিএনপি ও অঙ্গ দল এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও সাধারণ মানুষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশগ্রহণ করেন। 
 

্রিন্ট

আরও সংবদ