খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

খবর প্রতিবেদন |
০২:৪৫ পি.এম | ০৭ জানুয়ারী ২০২৬


ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। চলমান বিক্ষোভের মধ্যে আজ বুধবার (৭ জানুয়ারি) ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট গণমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে।

মিজান জানিয়েছে, ‘দেশের সংবেদনশীল তথ্য সরবরাহ করার মাধ্যমে মোসাদ গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচরবৃত্তির অপরাধে সর্বোচ্চ আদালতের অনুমোদন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আলি আরদেসতানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

গত চার কয়েক দশক ধরে ইসরাইলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব চলছে। ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ থাকার অভিযোগে সম্প্রতি নিজ দেশের বহু নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি। বিশেষত চলতি বছরের মধ্যে এ ধরনের ফাঁসির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জুন মাসে ইসরাইলি ও মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ফাঁসির ঘটনা বেড়েছে।

এদিকে ইরানের অর্থনৈতিক দুরাবস্থা ও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ২৭টি প্রদেশে এবং ৯২টি শহরে ছড়িয়ে পড়েছে। টানা দশদিন ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে দুই হাজারের বেশি আন্দোলনকারীকে।

ইরান নতুন প্রতিরক্ষা কাউন্সিল গঠন করে সতর্ক করেছে যে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বে স্পষ্ট হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেয়া হতে পারে। ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ইরানের মুদ্রা রিয়ালের মান।

কোনোভাবেই থামছে না ইরানের বিক্ষোভ। টানা দশম দিনের মত বিক্ষোভের কেন্দ্রবিন্দু তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানদাররা আন্দোলন চালিয়ে গেছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জল কামানের ব্যবহার করেছে স্থানীয় নিরাপত্তাবাহিনী।

তেহরানে শুরু হওয়া এ বিক্ষোভ দ্রুত ছড়িয়েছে দেশব্যাপী। বর্তমানে দেশটিএ অন্তত ২৭টি প্রদেশে এবং ৯২টি শহরে আন্দোলন দেখা গেছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, দশদিনে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুইজন নিরাপত্তা বাহিনী। দুই হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

চলমান আন্দোলনের মধ্যেই নতুন প্রতিরক্ষা কাউন্সিল মঙ্গলবার জানিয়েছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা লালরেখা এবং এগুলো অতিক্রম করলে স্পষ্ট হুমকি হিসেবে বিবেচনা করা হবে।

কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, কেবল রীতিমতো প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, কোনো বাস্তব হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে। যেকোনো হস্তক্ষেপ বা দেশজুড়ে স্থিতিশীলতার উপর আঘাতকে উপযুক্ত, লক্ষ্যভিত্তিক এবং সংকল্পবদ্ধ প্রতিক্রিয়ার সঙ্গে মোকাবিলা করা হবে।

ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সহিংসতা উস্কানির অভিযোগে অভিযুক্ত করেছেন। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে।

এর মধ্যেই, ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌছে গেছে ইরানের মুদ্রা রিয়াল। মঙ্গলবার আনুষ্ঠানিক বাজারে রিয়াল নতুন রেকর্ডে ডলারের বিনিময় হার প্রায় ১৫ লাখ রিয়াল, ইউরো প্রায় ১৭ লাখ রিয়াল এবং পাউন্ড প্রায় দুই কোটি রিয়াল।

ইরানে সরকারি ভর্তুকি পরিবর্তনের পর খাদ্যপণ্যের দাম তীব্রভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। রান্নার তেল, চিজ ও মুরগির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। শুধু মৌলিক জিনিসপত্র কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

্রিন্ট

আরও সংবদ