খুলনা | বৃহস্পতিবার | ০৮ জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২

নাসিরের ৯০ রানের বিধ্বংসী ইনিংস, ঢাকার সহজ জয়

ক্রীড়া প্রতিবেদক |
০৬:৩০ পি.এম | ০৭ জানুয়ারী ২০২৬


নাসির হোসেনের ৫০ বলে অপরাজিত ৯০ রানের বিধ্বংসী ইনিংসে নোয়াখালী এক্সপ্রেসকে সাত উইকেটের বড় ব্যবধানে হারায় ঢাকা ক্যাপিটালস। ৩৫ বল বাকি থাকতে এই ম্যাচটি জিতে ঢাকা।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রানে দুই উইকেট হারায় দলটি। রহমানউল্লাহ গুরবাজ শুন্য এবং আব্দুল্লাহ আল মামুন এক রানে ফেরার পর দলটির হাল ধরেন নাসির হোসেন এবং ইরফান শুক্কুর। দুজনে মিলে গড়েন ৫৯ রানের জুটি।

১১ বলে ১২ রান করে ইরফান শুক্কুর ফিরে গেলে আর পিছে ফিরে তাকাতে হয়নি ঢাকাকে। দলের হয়ে জয় নিশ্চিত করেন নাসির এবং ইমাদ ওয়াসিম। নাসিরের ইনিংস এছিল ১৪টি চার ও দুটি ছক্কার মার। ১৬ বলে ২৯ রানের ক্যামিও খেলেন ইমাদ ওয়াসিম।

এর আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে'তেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নোয়াখালী। ১৮ রান তুলতেই তিন উইকেট হারায় দলটি। এক রান করে ফিরে যান সৌম্য সরকার। পরের ওভারে হাবিবুর রহমান সোহানও (৬) ফিরে যান।

মুনিম শাহরিয়ারও টিকতে পারেননি। মোহাম্মদ সাইফউদ্দিনের ফুলার লেংথের ডেলিভারিটি ডাউন দ্যা গ্রাউন্ডে খেলতে গিয়ে বোল্ড হন ছয় বলে দুই রান করা মুনিম। পাওয়ার প্লে'তে ১৯ রান তুলতেই তিন উইকেট পড়ে যায় নোয়াখালীর।

৪০ রানের মধ্যে আরো দুটি উইকেট হারায় নোয়াখালী। চার রান করা মাহিদুল ইসলাম অঙ্কনকে ফেরান জিয়া শরিফি। নাসিরের বলে ফিরে যান ১৯ বলে ২৪ রান করা মাজ সাদাকাতও। ৪০ রানে পাঁচ উইকেট হারানো নোয়াখালীকে বাকি সময়টা বয়ে নিয়ে যান মোহাম্মদ নবি এবং হায়দার আলী।

এই দুজনের অনবদ্য ইনিংসে কোনোমতে ১২০ এর গণ্ডি পেরোতে পারে নোয়াখালী। ইনিংসের শেষ ওভারে ৩৬ বলে ৪৭ রান করে আব্দুল্লাহ আল মামুনের বলে বোল্ড হন হায়দার। নবির সঙ্গে ৯০ রানের জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত নবির ৩৩ বলে ৪২ রানের ইনিংসে ছয় উইকেটে ১৩৩ রান তোলে নোয়াখালী।

্রিন্ট

আরও সংবদ